এইমাত্র পাওয়া

রূপগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

 মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

১৪ সেপ্টেম্বর শনিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতি। রূপসী গাজী ভবনে তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে বহুমুখী শিক্ষার প্রচলন হয়েছে।

 

শিক্ষা বৈষম্য দূর হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাছিনা গাজী বলেন, শিক্ষাকে ব্যবসা নয় সেবা হিসেবে গ্রহণ করতে হবে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষার গুরুত্ব দিতে হবে। এছাড়া কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.