এইমাত্র পাওয়া

নোবিপ্রবিতে পূর্বঘোঘিত শিক্ষক কর্মবিরতি স্থগিত করা হয়েছে

নোবিপ্রবি প্রতিনিধি মো.সাইফ উদ্দিন।।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পূর্বঘোঘিত অনির্দিষ্টকালের শিক্ষক কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মোঃ মহসিন ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন এর সঙ্গে দীর্ঘ বৈঠক এর প্রেক্ষিতে প্রশাসন কর্তৃক প্রদও সন্তোষজনক নিশ্চয়তাকে আস্থায় সাথে দেখে এবং সুনির্দিষ্ট অগ্রগতি পর্যালোচনার পর এবং সাধারণ শিক্ষার্থীদের একাডেমি জীবনের কথা বিবেচনায় নিয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতির কার্যত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশার আলো এই যে প্রশাসন অতিদ্রুত উদ্ভূত সমস্যার সমাধান এনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে এই আশাবাদ ব্যাক্ত করে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী কালে যদি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার এর আওতায় না আনা হলে, তার কঠোর আন্দোলনের হুমকি দিয়ে সতকর্তা বার্তা জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.