এইমাত্র পাওয়া

নলছিটিতে ৪৮তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন

বিন-ই-আমিন,নলছিটিঃঃ
ঝালকাঠির নলছিটিতে উদ্ধোধন হল ৪৮তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯. অদ্য ৭ সেপ্টেম্বর(শনিবার) সকাল ১০ টায় নলছিটির চায়না মাঠে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র তছলিম উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মজিবুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী মোর্শেদা লস্কর,মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম,একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন,সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল আমিন,নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল করিম মিঠু,আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান,খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নান্নু মিয়া,পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের মো. ফারুক হোসেন,প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান প্রমূখ। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৪-২ গোলে সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়৷ অদ্য ৭ সেপ্টেম্বর ফুটবল,৮ সেপ্টেম্বর কাবাডি ও হ্যান্ডবল এবং ৯ সেপ্টেম্বর সাঁতার,ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্যে শেষ হবে ৪৮তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.