গতকাল বুধবার বরগুনা সরকারি কলেজের অদূরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যম। মূহুর্তেই সারাদেশে এর উত্তাপ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ হত্যার বিচার চেয়েছেন। প্রতিবাদের অংশবিশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার মুশফিকুর রহিম ও রুবেল হোসেন আলাদাভাবে রিফাত হত্যার বিচার চেয়েছেন। তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘটনায় দায়ীদের বিচার চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি মুশফিকুর রহীম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
