এইমাত্র পাওয়া

জবিতে ৬ দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। শীঘ্রই তারা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের দাবি না মানলে আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে বলেও তারা জানান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও ব্যক্তির টাইমলাইনে পোস্টটি ছড়িয়ে পড়ে। এটি ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়ে যায়। আমরা জকসু চাইসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে ছয় দফা দাবির কথা উল্লেখ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো,

সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে। এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে। সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে। দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু করতে হবে। শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবিয়ানদের থেকে নিতে হবে এবং জবিয়ানদের জন্যে সিজিপিএ শিথিল করতে হবে। নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।

দ্রুত জরুরি সিন্ডিকেট সভা ডেকে জবিয়ানদের সব দাবি মেনে নিতে জবি প্রশাসনকে আহ্বান জানান তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.