এইমাত্র পাওয়া

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে আসে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। গতকাল (বুধবার, ২৮ আগস্ট) টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ গৌতম সেনগুপ্তের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলকে স্বাগত জানান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম. হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবির সহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ।

বৈঠককালে তারা একাডেমিক বিকাশের ক্ষেত্রে এবং শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা, শিক্ষার্থী ও অনুষদ এক্সচেঞ্জ, যৌথ গবেষণা, বৃত্তির সুযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ফলপ্রসূ আলোচনার পরে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ক্যাম্পাসটি পরিদর্শন করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ -এর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.