নিউজ ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পান।
বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। ওয়ানডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শাই হোপ। টি-টোয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে বর্ষসেরা উদীয়মান পেসারের পুরস্কার জিতেছেন পেসার ওশান থমাস।
বর্ষসেরা পুরস্কারের জন্য ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করা হয়য়েছে। গত ফেব্রুয়ারিতে গ্যারি সোবার্সের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন হোল্ডার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.