৩৭তম বিসিএসের নন ক্যাডার থেকে আরও ১১৩ জন নিয়োগ পেয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এক সভা শেষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। পিএসসি সূত্র জানায়, আজ ১৫ জনকে প্রথম শ্রেণির উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা পদে নিয়োগ করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। দ্বিতীয় শ্রেণির পদে আছে সহকারী খাদ্য পরিদর্শক, সহকারী তথ্য কর্মকর্তা, সাইফার, প্রটোকল অফিসারসহ আরও কিছু পদ। এ নিয়ে এই বিসিএসে থেকে ৬৯২ জনকে প্রথম শ্রেণিতে ও ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হল। কমিশন জানায় এ নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। ৩৭ তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। পদ পাওয়া সাপেক্ষে তাঁদের নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.