এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সুুপ্রিয় বন্ধুরা, তোমরা প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়বে। তাহলে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ,মিলকরণসহ সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দিতে তোমাদের সমস্যা হবে না।

প্রশ্ন-১: জনসম্পদ কাকে বলে?

উত্তর: জনসম্পদ হচ্ছে কোনো দেশের দক্ষ শ্রমশক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসম্পদ।

প্রশ্ন-২: আমাদের মোট জনসংখ্যার কতভাগ অক্ষরজ্ঞানহীন?

উত্তর: আমাদের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ অক্ষরজ্ঞানহীন।

প্রশ্ন-৩: অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদের রূপান্তর করলে কী লাভ হবে?

উত্তর: অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদের রূপান্তর করলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।

প্রশ্ন-৪: বর্তমানে বাংলাদেশকে কী পরিমাণ খাদ্য আমদানি করতে হয়?

উত্তর: বর্তমানে বাংলাদেশকে ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হয়।

প্রশ্ন-৫: জনসংখ্যা ঘনত্ব কী?

উত্তর: একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে গড়ে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা হয়।

প্রশ্ন-৬: অতিরিক্ত জনসংখ্যা কী?

উত্তর: একটি দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে অতিরিক্ত জনসংখ্যা বলে।

প্রশ্ন-৭: জনসংখ্যাকে কীভাবে জনসম্পদের রূপান্তর করা যায়?

উত্তর: পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনযাত্রার মান বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়।

প্রশ্ন-৮: মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কী?

উত্তর: মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে শিক্ষা।

প্রশ্ন-৯: মানুষের মৌলিক চাহিদা কী কী?

উত্তর: মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সা।

প্রশ্ন-১০: বাংলাদেশের কৃষি জমি দিন দিন কমে যাওয়ার কারণ কী?

উত্তর: বাংলাদেশের কৃষি জমি কমার কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপন।

প্রশ্ন-১১: বাংলাদেশে প্রতিবছর খাদ্য আমদানি করতে হয় কেন?

উত্তর: অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতি বছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়।

প্রশ্ন-১২: দেশের জনগণের জীবনযাত্রার মান কীভাবে নির্ধারিত হয়?

উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা ইত্যাদি সবকিছু মিলে দেশের জনগণের জীবনযাত্রার মান নির্ধারিত হয় ।

প্রশ্ন-১৩: অতিরিক্ত জনসংখ্যার চাপে কী সমস্যা সৃষ্টি হচ্ছে?

উত্তর: অতিরিক্ত জনসংখ্যার চাপে দারিদ্র্র্য বিমোচন বাধাপ্রাপ্ত হচ্ছে, বেকারত্ব বাড়ছে ও মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে।

প্রশ্ন-১৪: নারীর উন্নয়নের জন্য কী করা প্রয়োজন?

উত্তর: নারীর উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন।

প্রশ্ন-১৫: বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রধান কারণ কী?

উত্তর: বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রধান কারণ অতিরিক্ত জনসংখ্যা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading