এইমাত্র পাওয়া

ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি আনোয়ারা সম্পাদক স্বাধীন

ঐতিহ্যবাহী সংগঠন ময়মনসিংহ সাহিত্য সংসদের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী সাধারণ সভায় কমিটির ঘোষণা দেওয়া হয়। ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কবি-নাট্যজন আনোয়ারা সুলতানা আনু। সাধারণ সম্পাদক হয়েছেন কবি, সাংবাদিক ও সংগঠক স্বাধীন চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিগত কমিটির সভাপতি কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল। স্বাগত বক্তব্য রাখেন বিগত কমিটির সাধারণ সম্পাদক কবি ইয়াজদানী কেরায়শী।

ময়মনসিংহ সাহিত্য সংসদের ৮১ জন মধ্যে ষাটের অধিক সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ সমর্থনের মধ্য দিয়ে উল্লেখিত কমিটি গঠিত হয়।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কবি সোহরাব পাশা, কবি সাব্বির রেজা, কবি-গল্পকার আমজাদ দোলন। সহ-সাধারণ সম্পাদক কবি-গল্পকার মাসুম মোকাররম। সাংগঠনিক সম্পাদক লেখক-গবেষক সজল কোরায়শী। কোষাধ্যক্ষ কবি এম. বাহাদুর। সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাক বিবাগী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা-গবেষক বিমল পাল। দপ্তর সম্পাদক কবি আহমদ শাহাবুদ্দিন। শিল্প সম্পাদক ছড়াকার জয়ন্ত কুমার তালুকদার শিবু।

কার্যনির্বাহী সদস্য কবি-নাট্যকার ফরিদ আহমদ দুলাল। কবি নজরুল হায়াত। কবি-সংগঠক ইয়াজদানী কোরায়শী। কবি- ছড়াকার আলী ইউসুফ। কবি রাজিয়া সুলতানা। কবি মোস্তাফিজুর বাসার ভাষাণী। কবি ও প্রাবন্ধিক আল মাকসুদ। সংবাদ বিজ্ঞপ্তি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading