এইমাত্র পাওয়া

হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিস্কার

নিউজ ডেস্ক।।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করা, ইন্টারন্যাশনাল হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও রোভার স্কাউটের এক নারী সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে ৩ বিদেশিসহ ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ। রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। গত ২৯ জুলাই এ চিঠি ইস্যু করা হয়। সেখানে জানানো হয়, আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং ৪৭তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদেরকে এ শাস্তি প্রদান করা হয়েছে।

বহিস্কার হওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩ বিদেশি শিক্ষার্থী হলেন ধীরাজ কুমার রায়, জয় যাদব ও কুলদ্বীপ শর্মা। ৬ বাংলাদেশি শিক্ষার্থী হলেন- আশরাফুল আলম (এমবিএ ৩য় সেমিস্টার), নাফিউল হাদি বাঁধন (সিভিল ইঞ্জিনিয়ারিং, লেভেল ৩ সেমিস্টার ২), বিন ইয়ামিন সুফি (বিবিএ লেভেল ২ সেমিস্টার ২), জান্নাত-ই-নাঈম (বিএসএস, লেভেল ৩ সেমিস্টার ২, মাহামুদুল হাসান সজীব (বিবিএ লেভেল ২ সেমিস্টার ২) ও কৃষি সম্প্রসারণ বিভাগের আহকামুল আকমাম (বাঁধন)। ৩ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ধীরাজ কুমার রায় ও জয় যাদবকে ইন্টারন্যাশনাল হলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ সেমিস্টারের (২ বছর) জন্য এবং অপর বিদেশী শিক্ষার্থী কুলদ্বীপ শর্মাকে এক সেমিস্টারের জন্য একাডেমিক কার্যকলাপ থেকে বহিস্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে নিজ নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading