কুমিল্লা থেকে,মিজানুর রহমান :
মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করল কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গত ২১ জুলাই ব্রিটিশ কাউন্সিল এ ফলাফল ঘোষণা করে। শিগগির আনুষ্ঠানিকভাবে স্কুল টিকে পুরস্কার প্রদান করা হবে।
মানসম্মত শিক্ষা ও পাঠ্যপুস্তক বহির্ভূত কার্যক্রম পরিচালনার বিবেচনা করে ব্রিটিশ কাউন্সিল সারাদেশে ৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করে।
এর মধ্যে কুমিল্লার এই প্রতিষ্ঠানটি এ অর্জন করতে সক্ষম হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের এ স্বীকৃতিতে স্কুলগুলো দেশের বাইরেও সেরা স্কুল বলে বিবেচিত হয়েছে। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিল এর বৈশ্বিক সিটিজেনশিপ প্রোগ্রামের অংশগ্রহণের সুযোগ পাবে। স্কুলের কারিকুলাম উন্নয়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ সুবিধা প্রদান করবে ব্রিটিশ কাউন্সিল।
এই প্রোগ্রামে স্কুল কোন অরডিনেটর এর দায়িত্ব পালন করেন জনাব মোঃ মিজানুর রহমান সহকারী শিক্ষক ।
প্রতিষ্ঠানের প্রধান রোকসানা ফেরদৌস মজুমদার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আরো কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.