এইমাত্র পাওয়া

৩৫ তম বিসিএস এ সুপারিশকৃত ১৭ জনের হাইকোটে রিট

নিউজ ডেস্ক।।

৩৫ তম বিসিএস এ সুপারিশকৃত ১৭ জন কে নিয়াগ কেন নয় এই মর্মে রুল জারি করেছেন হাইকোট।

৩৫ তম বিসিএস এ সুপারিশকৃত ১৭ জন প্রার্থী নিয়োগ না দেওয়ার সিদান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন রীটকারী প্রার্থীগন।

আজ ২৮ মে (রবিবার) উক্ত রীটের প্রাথমিক শুনানি শেষে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রীট পিটিশনের প্রাথমিক শুনানী শেষে ৩৫ তম বিসিএস এ সুপারিশকৃত বাদপড়া ১৭ জন প্রার্থীকে কেন নিয়োগ প্রদান করা হবেনা তা জানতে চেয়ে বিবাদীগণের প্রতি ৪ সপ্তাহের রুলনিশি জারী করেন মহামান্য হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ।

রীটকারীদের পক্ষে রীট পিটিশনটি শুনানী করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম রাহুল ও অ্যাডভোকেট সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি এর্টনি জেনারেল দেবাশীষ ভট্রাচার্য্য, ও নাসিমা কে হাকিম.

রীটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫ তম বিসিএস পিএসসি সবমোর্ট ২১৫৮ জন প্রাথীকে সুপারিশ করে কিন্তুু জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত ০২/০৪/২০১৭, ১৩/০৩/২০১৭, ১৯/০৬/২০১৭, /২০/০৮/২০১৭ ও ২৫/১০/২০১৭ এর প্রজ্ঞাপন এর মাধ্যমে ২১১৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করলেও রীট আবেদনকারী ১৭ জনকে অদ্যবধি নিয়োগ প্রদান করা হয়নি। উক্ত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ ও একই সাথে সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে রীট পিটিশনটি দায়ের করা হয়েছে

রীটকারীগন হলেন, রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মোঃ আবদুল্লাহ তারেক, মোঃ আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মোঃ আবু রোহানী পারভেজ রনি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আবদুস সালাম, মোঃ আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মোঃ ফরহাদ হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.