ইবি প্রতিনিধি টি এইচ জায়িম।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে ক্যাম্পসে তিন দিনব্যাপী মশা নিধন কর্মসূচী শুরু করেছে শাখা ছাত্রলীগ। রোববার (২৮ জুলাই) দুপুর দেড়টায় বিশ^বিদ্যালয়ের সাদ্দাস হোসেন হলের পেছনে মশা নিধনের স্প্রে করে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
দলীয় সূত্র মতে, রোববার সকালে বিশ্ববিদ্যালয় এষ্টেট শাখার সহকারী পরিচালক সাইফুল আলমের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল। এসময় তারা ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে ক্যাম্পাস নিয়মিত পরিস্কারের দাবি জানান। পরে তারা সাদ্দাম হোসেন হলের পেছনে মশা নিধনের স্প্রে করে তিনদিন ব্যাপি মশা নিধন র্মসূচীর উদ্বোধন করে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক। এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে । তাই সাধারণ শিক্ষার্থীদের ডেঙ্গুর প্রাদূর্ভাব থেকে সুরক্ষার জন্য আমাদের এই আয়োজন। যেটি আগামী তিন দিন পর্যন্ত ক্যাম্পাসের অব্যহত থাকবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.