বাকৃবি প্রতিনিধি তানিউল করিম জীম।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল শিক্ষক-কর্মকর্তা কর্মচারিগণ এক দিনের বেতনের সম পরিমান অর্থ দেশে চলমান বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করবে। সোমবার সন্ধ্যা ৭টায় উপাচার্যের সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিসংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.লুৎফুল হাসানের আহবানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, বাংলাদেশের বিস্তৃর্ণ জনপথ ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য ড. মোঃ জসিম উদ্দিন খানকে সভাপতি ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনকে সদস্য-সচিব করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা কর্মচারিদের সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার,ট্রেজারার,প্রোক্টর.সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টাকে সদস্য করা হয়। কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জামালপুরের ইসলামপুর এবং ময়মনসিংহ সদরের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রান হিসাবে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও বিধ্বস্ত কৃষি ব্যবস্থা পুণর্বাসনের লক্ষ্যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় বিনা মূল্যে উচ্চ ফলনশীল আমন ধানের চারা বিতরনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।
উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্তৃক বন্যার্তদের ত্রাণ ও কৃষি পূণর্বাসন করার লক্ষ্যে আমাদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ বন্যাদূর্গতদের সাহার্য্যার্থে দান করার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.