লালমনিরহাট প্রতিনিধি :শিক্ষার পরিবেশ নষ্ট করায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদ্রাসা (ভার.) সুপারের অপসারণ দাবী করে বাউরা- লালমনিরহাট মহাসড়কে মানববন্ধন করে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীরা সুপারের (ভার.) পদত্যাগ দাবী করে বিভিন্ন স্লোগান দেন ও প্লাকার্ড নিয়ে দাঁড়ান।
২১ জুলাই দুপুর সাড়ে ১২ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে মাদ্রাসার অধ্যায়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী একাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা, জ্যৈষ্ঠতা লংঘন করে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব গ্রহণ, অনিয়ম করে ম্যানেজিং কমিটি গঠন, গত সাত মাস থেকে গণিত ও আরবী ক্লাস না হওয়ায় এই সকল ক্লাসের দাবি করলে শিক্ষার্থীদের বেড় করে দেওয়ার হুমকি প্রদান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে অসৌজন্যমূলক আচরণ, নিয়োগ জালিয়াতি ও মাদ্রাসা সুপারকে পরিকল্পিতভাবে বরখাস্ত করাসহ মাদ্রাসা পরিচালনায় নানা ধরণের অনিয়ম করায় শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে বলে দাবী করা হয়। যুবলীগ নেতা রাশেদুল ইসলাম দয়াল বলেন, ‘ভারপ্রাপ্ত সুপারের নানা ধরণের অনিয়মে মাদ্রাসাটির শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে।’ বাউরা ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল হোসেন সুমন বলেন, ‘অদক্ষ আর দূর্নীতিবাজ সুপারের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হোক এটা করতে দেওয়া যায় না। আমরা অবিলম্বে তাঁর পদত্যাগ চাই।’
বাউরা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মতলুবর রহমানের সাথে কথা বলতে তাঁর কার্যালয়ে গেলে তিনি কথার সদুত্তর না দিয়ে উঠে অন্য কক্ষে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে কথা হলে মানববন্ধনের ঘটনা স্বীকার করে জানান, ‘ছুটিতে আছি। এসে ব্যবস্থা নেওয়া হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.