সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলমাঠে ড্রাইভিং শেখার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১২টার দিকে উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ বোয়ালিয়া উত্তরপাড়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে। সে পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান, বোয়ালিয়া চান্দেরপাড়া গ্রামের আরিফুল নামে এক ট্রাক হেলপার একা একাই ওই স্কুলমাঠে ট্রাক ড্রাইভিং শিখছিলেন। এ সময় মাঠে খেলতে থাকা ছাত্র মারুফকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রাকটিকে আটক করেছে। তবে হেলপার আরিফুল পালিয়ে গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.