পাবনাঃ পাবনার ভাঙ্গুড়ায় শোকজের পরেও বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ইফফাত মোকাররমা সানিমুন নামে এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি উপজেলার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ৩১ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত রেহানা ওই শিক্ষিকাকে শোকজ করেন। এতে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এরপরও তিনি কর্মস্থলে ফেরেননি।
শোকজের পরও কর্মস্থলে না ফেরার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ওই শিক্ষিকা স্থানীয় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।
মুঠোফোন বন্ধ পাওয়ায় সহকারী শিক্ষিকা ইফফাত মোকারবমা সানিমুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী বলেন, বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
