নওগাঁঃ নওগাঁর পোরশায় আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আরিফ হোসেন জানান, মোট ৪৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, পানিবাহিত জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান আছে।
পোরশা আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাখোয়াত হোসেন জানান, সোমবার বিকেলে হঠাৎ করে তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর মঙ্গলবার আরও ২৮ জন এবং বুধবার সকাল পর্যন্ত আরও ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের ডায়রিয়া এবং বমি-ব্যথার উপসর্গ দেখা দিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের পোরশা উপরেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাওলানা সাখোয়াত হোসেন আরও জানান, গরমের তীব্রতা ও পানির দূষণের কারণে ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ কারণে মাদ্রাসাটিকে আগামী ১০ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের সুষ্ঠু চিকিৎসার জন্য তিনি মাদ্রাসাটি পরিদর্শন করেছেন। তিনি শিক্ষকদের সঙ্গে পানির ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, মাদ্রাসাটিকে সম্পূর্ণ ছুটি না দিয়ে স্থানীয়ভাবে সুচিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই বাঞ্ছনীয় ছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো এবং অনেক শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
