বগুড়াঃ বগুড়া শাজাহানপুরে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লহ আল মোনায়েম আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মী ও তাদের গাড়ী বহরে হামলা করায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। একপর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায়।
হামলার সময় একাধিক হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো রামদা দিয়ে একটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এছাড়া বিএনপির নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় ২০১৮ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় বিস্ফোক আইনে মামলা করা হয়। ঐ মামলায় সে আসামী।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, বগুড়া (শেরপুর -ধুনট) এলাকার সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারনা গাড়িবহরে হামলা-ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
পরবর্তীতে বিষয়টি নিয়ে মামলা হয়। ওই মামলার সে এজাহার নামীয় আসামী হওয়ায় তাগে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলুর সাথে সে চলাচল করতো। বর্তমানে দুলু পলাতক থাকলেও সে ছিল বাইরে। আর গ্রেফতার এড়াতে রাতে স্কুলেই থাকতো প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মোনায়েম।
শেরপুর থানার পরিূর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.