নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্তির জন্য প্রাথমিক সুপারিশকৃত ৪৬ জন শিক্ষক/প্রভাষক এসএসসি(ভোকেশনাল) শিক্ষাক্রমের- ১১ শিক্ষক ও এইচএসসি(বিএম) শিক্ষাক্রমে ৩৫ জন প্রভাষককে এমপিও প্রদান লক্ষে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই ৪৬ শিক্ষকের এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
বুধবার (১৮ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩/১১/20১১ তারিখের পরে শ্রেণি/শাখা/ট্রেড/স্পেশালাইজেশন অনুমোদন বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিওবিহীন এসএসসি(ভোকেশনাল) শিক্ষাক্রমের ১১(এগারো) জন এবং এইচএসসি (বিএম) শিক্ষাক্রমের ৩৫ (পঁয়ত্রিশ) জনসহ মোট ৪৬ (ছেচল্লিশ) জন শিক্ষক/প্রভাষকদের এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। এমতাবস্থায় তাদের এমপিওভুক্তির কার্যক্রমের জন্য স্মারক নং-৫৭,০৩,০০০০..০১১.০০.০২৮,২২-১৩৫৮ তারিখঃ ২২/১০/২০২৩ খ্রি. প্রকাশিত এমপিও চেক লিষ্ট অনুযায়ী সংযুক্ত তালিকায় যাদের নাম রয়েছে সে সকল শিক্ষক/প্রভাষকদের এমপিও আবেদন প্রয়োজন।
এমতাবস্থায় তাদের এমপিওভুক্তির কার্যক্রমের জন্য এমপিও চেক লিষ্ট অনুযায়ী ৪৬ জন শিক্ষক/প্রভাষকদের এমপিও আবেদন মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরনের জন্য প্রতিষ্ঠান প্রধান কে নির্দেশক্রমে অনুরোধ করা
হলে।
৪৬ জন শিক্ষকের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.