এইমাত্র পাওয়া

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ১৮৫টি ফাঁকা আসনে ভর্তি ২২ জুন

সিলেটঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ফাঁকা আসনে ২২ জুন ভর্তি নেওয়া হবে।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি শেষে মোট আসন ফাঁকা রয়েছে ১৮৫টি। এর মধ্য ১৩০টি এ-ইউনিটে ও ৫৫টি বি-ইউনিটে ফাঁকা রয়েছে।

এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তৃতীয় পর্যায়ের (ইউনিট এ এবং বি) ভর্তি কার্যক্রম ২২ জুন শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে এ ইউনিট ও বেলা আড়াইটা থেকে বি ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে। ফাঁকা আসনে ভর্তির জন্য এ ইউনিটের মেধাক্রমের ২৫৫১ থেকে ২৮২০ পর্যন্ত এবং বি ইউনিটে মেধাক্রমের ৪০১ থেকে ৪৯৫ পর্যন্ত পরীক্ষার্থীদের ডাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ভর্তি-ইচ্ছুকদের সাতটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিষয় নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীর উপস্থিত থাকতে হবে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) সঙ্গে নিয়ে আসতে হবে। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রমাণপত্র, ফি জমার রসিদ ও মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। ভর্তির জন্য ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। শিক্ষার্থীর রক্তের গ্রুপের যথোপযুক্ত প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডাকা হবে, একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু বিষয় পরিবর্তন হবে, আবার ভর্তি ফি জমা দিতে হবে না। চূড়ান্ত ভর্তির আগের শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করতে হবে, ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading