ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জারি করা হয়েছে।
আজ রোববার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনামতে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। এ ছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলো সশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আসা সেবাগ্রহীতাদের জন্যও নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।
এতে আরও বলা হয়, সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে, অফিসের বাইরে একসঙ্গে তিনজনের বেশি ব্যক্তির অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে অপ্রয়োজনীয় জনসমাগম এড়ানো এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাই মূল উদ্দেশ্য।
কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক কভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এর ফলাফল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.