ঢাকাঃ প্রায় দেড় বছর পর গত ৫ জুন দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু নতুন করে উদ্বেগের সৃষ্টি করে। এর মধ্যেই আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন রোগী।
শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে ২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার আটশো। আর নতুন করে দুজন রোগী মারা যাওয়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৯ হাজার ৫০২ জনে।
সরকারি তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুজন রোগীই নারী। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং বাকি জন ৭১ থেকে ৮০ বছর বয়সী। দুজনই রাজধানীর দুইটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ পরীক্ষিত নমুনার মধ্যে ১০২টি রাজধানী, চট্টগ্রামে ৪৬টি, কক্সবাজারে ১৮টি, কুমিল্লায় ৫টি এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩টি।
ভারতসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনার নতুন উপধরন ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে দেশে করোনার বিস্তার ঠেকাতে গত বুধবার সতর্কতামূলক ১১ দফা নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছর ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মারা যায় ২০২১ সালে, ২০ হাজার ৫১৩ জন। ২০২২ সালে ১ হাজার ৩৬৮ এবং ২০২৩ সালে ৩৭ জন মারা যায়। ২০২৪ সালে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.