এইমাত্র পাওয়া

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহঃ “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” এই মানবিক শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মাদকবিরোধী সমাবেশ শুরুর আগে একটি র‍্যালি বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বৈষম্যবিরোধী সংগঠনের আহ্বায়ক রাহাত হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব আবু সায়েমর সঞ্চালনায় — সমাবেশে বক্তারা প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তানিম ওয়াহিদ, বৈষম্যবিরোধীর মুখ্য সংগঠক তপু মোল্লা প্রমুখ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে, তাদের সৃজনশীলতার পথে আগ্রহী করে তুলতে হবে।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading