নিজস্ব প্রতিবেদক।।
দেশজুড়ে ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে নকল করতে না পারে, সে লক্ষ্যে চীনের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি সাময়িকভাবে তাদের কিছু ফিচার বন্ধ রেখেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আলিবাবার ‘কুয়েন’ ও বাইটড্যান্সের ‘ডৌবাও’ অ্যাপ ছবির মাধ্যমে প্রশ্ন শনাক্ত করে উত্তর দেওয়ার ফিচার বন্ধ রেখেছে। টেনসেন্টের ‘ইউয়ানবাও’ ও মুনশটের ‘কিমি’ পরীক্ষার সময় পুরোপুরি বন্ধ রেখেছে ছবি শনাক্তকরণ ফিচার।
বিশ্বজুড়ে চ্যাটবট সহজলভ্য হয়ে পড়ায় শিক্ষার্থীদের পক্ষে প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবণতা রুখতে আবারও কাগজে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত দুই বছরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষার জন্য ব্যবহৃত ‘ব্লু বুক’ খাতার বিক্রি অনেক বেড়েছে।
চীনের সবচেয়ে প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘গাওকাও’ শুরু হয়েছে ৭ জুন, চলবে ১০ জুন পর্যন্ত। চার দিনব্যাপী এ কঠোর পরীক্ষায় অংশ নিচ্ছে ১ কোটি ৩৩ লাখের বেশি শিক্ষার্থী। দেশজুড়ে সীমিত আসনের জন্য প্রতিটি শিক্ষার্থী লড়ছে এক কঠিন প্রতিযোগিতায়।
এই সময় পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ল্যাপটপসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। তবে পরীক্ষায় অনিয়ম ঠেকাতে আরও এক ধাপ এগিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবাও।
ব্লুমবার্গ জানিয়েছে, চীনের ‘ইউয়ানবাও’ ও ‘কিমি’ চ্যাটবট প্রশ্নের জবাবে জানিয়েছে, তাদের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ন্যায্যতা নিশ্চিত করতে’। গার্ডিয়ান-এর প্রতিবেদনেও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ভাইরাল হওয়া ‘ডিপসিক’ নামের একটি এআই টুলও নির্দিষ্ট সময়ের জন্য সেবা বন্ধ রেখেছে একই কারণে।
তবে এসব কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। গার্ডিয়ান বলছে, পরীক্ষাকালীন এসব সেবা বন্ধের খবর মূলত ছড়াচ্ছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়েইবো’-তে শিক্ষার্থীদের পোস্টের মাধ্যমে।
উল্লেখ্য, চীনে গাওকাও পরীক্ষাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একমাত্র পথ। এ কারণে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র, এবং অনেক শিক্ষার্থীই পরীক্ষায় ভালো করতে প্রযুক্তির আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতা।
শিক্ষাবার্তা /এ/১১/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.