এইমাত্র পাওয়া

পাংশায় ৭ম শ্রেণির শিক্ষার্থী ১৫ দিন ধরে নিখোঁজ, খোঁজ চেয়ে মানববন্ধন

রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় সপ্তম শ্রেণির এক ছাত্র গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। ছেলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুরে পাংশা পৌর শহরের আবদুল মালেক প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ আব্দুল্লাহ ওরফে তামিম উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সরিষা-প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

গত ২০ মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। তবে স্কুলে পৌঁছায়নি এবং দিন শেষে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ পায়নি।

তামিমের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে আজ ১৫ দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল, কিছুই জানি না। আমার ছেলের মুখটা আবার দেখতে চাই, আমি তাকে ফেরত চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে খুঁজে দিন।’

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ দিন ধরে তামিম নিখোঁজ, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সমাজের উদ্বেগের বিষয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading