নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার রাত ১১টায় এক এনএসএসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী আর সভাপতি পদ থাকছে না ফারুকের।
জুলাই অভ্যুথানের পর বিসিবি পুনর্গঠনে এনএসএসির কোটায় পরিচালক পদে মনোনয়ন দেয়া হয় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে। কিন্তু এনএসসি জানিয়েছে, বিসিবির ১০ পরিচালককের ৮ জনই ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্হা আনায় এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে এনএসসির দেয়া মনোনয়ন বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদ এর ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক মূলে ইতোপূর্বে মনোনীত পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমান সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদের অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতোপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।
আরও বলা হয়েছে, এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মূলত গত ৫ আগস্ট সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরির পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদকে পরিচালক মনোনীত করা হয়। এনএসসি থেকে ববি পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে। পরবর্তীতে একদিনের মধ্যেই মনোনীত পরিচালক ফারুক সভাপতি নির্বাচিত হন। ১০ মাস দায়িত্ব পালনের পর একই পরিণতি হলো ফারুকেরও।
এর আগে গত বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে নাটক। দুপুরের পর ফারুক জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না।
এরপরই বিসিবির ৮ পরিচালক বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করেন। তারা হলেন- নাজমুল আবেদীন ফাহিম, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব আনাম, মঞ্জুরুল আলম, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ ও সালাউদ্দিন চৌধুরী।
সেই চিঠি পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকদের মনোনয়ন প্রত্যাহার করে নিলো।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ আজ বুলবুলকে কাউন্সিলর করেছে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে।’
শিক্ষাবার্তা /এ/৩০/০৫/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.