নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করে তাকে পুনর্বহালের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। একই সাথে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদ্বেষমূলক আচরণ এবং সাতক্ষীরায় বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটি।
সোমবার (২৬ মে) সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায়।
বিবৃতিতে তারা বলেন, সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন নারী অধিকার বিষয়ে একটি প্রকাশনা বের করেছেন। সেখানে সম্পত্তির সমঅধিকারসহ নারীদের অধিকার বিষয়ে লিখেছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে। কারও সে বিষয়ে দ্বিমত বা ভিন্নমত থাকতে পারে। সেটা নিয়ে প্রয়োজনে আলোচনা বা প্রকাশনায় লেখনীর মাধ্যমেও যুক্তি, তর্ক-বির্তক হতে পারে। কিন্তু ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী সে প্রক্রিয়ায় না গিয়ে হুমকি, ধামকি, মব তৈরি করে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করতে অপচেষ্টা চালায় । নাদিরা ইয়াসমিন এর ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। তারা নাদিরা ইয়াসমিনকে চাকরিচ্যুত করা এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসনকে চাপ দিতে থাকে এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, প্রশাসন এই অন্যায় দাবির কাছে মাথা নত করে নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা বদলি করে দিল। ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসন অন্যায্য ও অগণতান্ত্রিক একটি সিদ্ধান্ত নিল।
নেতৃবৃন্দ আরোও বলেন, দেশে প্রায় সকল কিছু সিভিল আইনে পরিচালিত হলেও নারীর অধিকারের প্রশ্নে ধর্মীয় আইন এর ফতোয়া দেয়া হয়। নারীর অধিকারের বিপরীতে তাকে ঘর বন্দী করার অপচেষ্টা চালানো হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থান এর পরে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র এক্ষেত্রে তাদের দাবি মেনে বা নির্বিকার ভূমিকা পালন করে এই অপতৎপরতা আরও বাড়িয়ে তুলছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা বদলির সিদ্ধান্ত বাতিল ও নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে সরকার-প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এর আগে গতকাল রবিবার নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা। ওই বিক্ষোভে হেফাজত নেতারা নাদিরার বিরুদ্ধে ইসলামবিরোধী আইনের কথা বলার অভিযোগ করেন।
এদিকে নাদিরা ইয়াসমিনকে বদলির ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি এই সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়েছেন। নাদিরা ইয়াসমিনের বদলি আদেশ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে সামান্তা শারমিন বলেন, মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক।
তার আগে, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা ও তাকে হুমকি দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে বিবৃতি দেয় দেশের ১৪৭ বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, নাদিরা ইয়াসমিন একজন শিক্ষক, গবেষক ও সমাজ সচেতন নাগরিক, যিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার, সমতা ও মানবিক মর্যাদার পক্ষে কাজ করে আসছেন। এতে আরও বলা হয়, তার নেতৃত্বে গড়ে ওঠা ‘নারী অঙ্গন’ সংগঠনটি অনেক নারী শিক্ষার্থীর আত্মপ্রত্যয় গঠনে ভূমিকা রেখেছে যেখানে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালিত হয়।
হেফাজতে ইসলামের বিক্ষোভের একদিন পরেই আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে নরসিংদী সরকারি কলেজ থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.