নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ খ্রিষ্টাব্দের ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, ফেল করেছেন ১১ দশমিক ২০ শতাংশ আর পাস করেছেন ৮৮ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।
মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে সন্ধ্যা ৭টা থেকে পাওয়া যাচ্ছে।
এ পরীক্ষায় সারা দেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
