ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন ছাড় না করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘেরাওয়ের ঘোষণা করা হয়েছে। আজ শনিবারের মধ্যে বেতন ছাড় না হলে আগামীকাল রোববার (১৮ মে) মাউশি ভবন ঘেরাও করবেন তারা।
শনিবার (১৭ মে) সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নোয়াখালীর এক শিক্ষক জানান, ‘মে মাসের অর্ধেক অতিক্রম হলেও এখনো এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সামনে ঈদ। ঈদের আগে মে মাসের বেতন ছাড় হবে না সেটা খুব সহজেই অনুমেয়। এভাবে হয় না। ইএফটির নামে হয়রানি বন্ধ করা দরকার। আজকের মধ্যে বেতন ছাড় না হলে আগামীকাল মাউশি ভবন ঘেরাও করা হবে।
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।
দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। এমনকি তাদের বেতনের প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.