এইমাত্র পাওয়া

ঈদে ৫ থেকে ১২ জুন বন্ধ থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ৫ থেকে ১২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ১৪ জুন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকবে। এছাড়া, ১৪ জুন শনিবারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, প্রশাসনিক দপ্তর, বহির্বিভাগ, বিকালবেলার স্পেশালাইজড ও সুপার স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

তবে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ইনডোর ও জরুরি বিভাগ যথারীতি খোলা থাকবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত আকারে খোলা রাখা হবে। এ বিষয়ে হাসপাতালের পরিচালকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল শিক্ষকদের সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে, চিকিৎসক, কর্মকর্তা, রেসিডেন্ট ও নার্সিং কর্মকর্তাদের সকাল সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে এবং সকল কর্মচারীদের সকাল ১০টা থেকে সাড়ে দশটার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading