ময়মনসিংহঃ গফরগাঁও উপজেলার পাগলা থানার আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে এবং এসব অনিয়মকে বৈধতা দিতে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
আজ শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে উস্থি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি, নিয়মবহির্ভূত প্রশাসনিক কর্মকা- ও দুর্নীতি করে আসছে। তাঁর এসব অনিয়মের প্রতিবাদ করলেই স্থানীয়দের হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, এসব দুর্নীতির বৈধতা দিতে মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন, যাতে এলাকাবাসীর মতামত উপেক্ষিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকীর অপসারণ, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও স্বচ্ছ রাখার দাবি জানায় এলাকার জনসাধারণ। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ জাহিদ হাসান মুকুট,যুবদল ইউনিয়ন সভাপতি মোঃ গেদু মেম্বার ও মোঃ রিপন মিয়া প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.