এইমাত্র পাওয়া

বিষয়ভিত্তিক কিউএস র‍্যাঙ্কিংয়ে ১৭ ইরানি বিশ্ববিদ্যালয়

ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৫-এর এবারের ১৫তম সংস্করণে ২১টি বিষয়ের মধ্যে ১৭টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর আগে ২০২৪ সালে ১৭টি বিষয়ের মধ্যে ১৭টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পায়।

সম্প্রতি চালু হওয়া কিউএস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৫৫টি বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশ করা হয়। কিউএস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৫-এ মোট ১ হাজার ৭৫৮টি অনন্য প্রতিষ্ঠান স্থান পেয়েছে। যা ২০২৪ সংস্করণের তুলনায় সাত শতাংশ বেশি।

ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি দেশে দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক র‍্যাঙ্কিং ২০২৪ সালে ৪১০-৪৫০ থেকে বেড়ে এ বছর ২৯২ তে পৌঁছেছে।

আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি (৪৫১-৫০০) এবং ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৫০১-৫৫০) যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে তেহরান বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী ২২তম স্থানে রয়েছে। ২০২৪ সালে ৩২ থেকে এ বছর ২২তম স্থানে উন্নীত হয়েছে।

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে শরিফ বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাঙ্কিং এ বছর ৩৪ থেকে ২০তম স্থানে উন্নীত হয়েছে। আমিরকবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫০-১০১ স্থানে রয়েছে। ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিরাজ বিশ্ববিদ্যালয় এবং তাবরিজ বিশ্ববিদ্যালয় ১০১-১৫০ স্থানে রয়েছে।

বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশলে, শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তেহরান বিশ্ববিদ্যালয় যথাক্রমে ১৫১-২০০ এবং ২০১-২৫০ স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading