নেত্রকোনাঃ নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সামনের সড়কে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মাজহারুল আমিন,ডাঃ রামহান ইসলাম, ইর্ন্টান শিক্ষার্থী মাহফুজুল হক শাম্মি,ইমন,আতিক,সিয়াম সহ অন্যরা। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা এই মেডিকেল কলেজটিকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তাদের এই হীন ষড়যন্ত্র কোনভাবেই মেনে নেয়া হবে না। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। শিক্ষার্থীরা তাদের দাবী মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.