চট্টগ্রামঃ ঈদের আগে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখা। ১০ দফা দাবির মধ্যে, ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি রণজিৎ কুমার নাথ, আঞ্চলিক শাখার কামাল উদ্দিন, খোকন চক্রবর্তী, আলতাজ মিয়া, শহীদুল ইসলাম, শ্যামল দে, মেজবাহ উদ্দীন, মহানগর সভাপতি নুরুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তী, উত্তরজেলার সভাপতি ফিরোজ চৌধুরী, নগর সাধারণ সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, উত্তরজেলার সাধারণ সম্পাদক জাকের হোসেন, শাহ আলম, একেএম মহিউদ্দিন রাসেল, রফিকুল ইসলাম, আবু সালেক, শফিউল আলম, আবু তৈয়ব, কাঞ্চন বিশ্বাস, আবু বক্কর প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, যদি দাবি পূরণে সুনিদিষ্ট প্রজ্ঞাপন জারী করা না হয় তাহলে পবিত্র ঈদুল ফিতরের পরে সারা দেশের হতাশ ও বিক্ষুব্ধ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ থেকে কঠোরতর কর্মসূচি পালনে বাধ্য হবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.