এইমাত্র পাওয়া

শিক্ষায় নতুন উপদেষ্টা নিয়োগের কারণ ওয়াহিদউদ্দিনের ‘অপারগতা’: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা হিসেবে আগামীকাল বুধবার (৫ মার্চ) শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার। তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার জায়গায় কেন সি আর আবরারকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হচ্ছে, এর ব্যাখ্যা দিয়েছেন প্রেস সচিব।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি বলেন, আগামীকাল (বুধবার) অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টার শপথ নেবেন। আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেকদিন যাবত বলে আসছিলেন, তার পক্ষে একই সঙ্গে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তার বদলে অধ্যাপক আবরারকে সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.