চট্টগ্রামঃ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম চর্চা উচ্চ শিক্ষার বাধা হতে পারে না। উচ্চ শিক্ষা লাভের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও নিতে হবে। জনগণের হককে নষ্ট করে দেশকে পঙ্গু করা কখনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকল্যাণ অধিদফতরের উদ্যোগে ‘প্রকৌশল শিক্ষায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসুন সকলে প্রকৃত ধর্মের চর্চা করি এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করি। আর ইসলামকে মন ও হৃদয় দিয়ে ধারণ করতে হবে। দুর্নীতি ও ধর্ম চর্চা একসাথে চালিয়ে কোন লাভ হবে না। কোন কোন মানুষ তা করতে অভ্যন্ত। বৃহস্পতিবার বাদে আসর চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত উক্ত সেমিনারে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন আদ-দাওয়া ইলাল্লাহর পরিচালক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।
সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ কারি মাওলানা নুরুল্লাহ। সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় মানবিক মূল্যবোধসম্পন্ন এবং আদর্শ গুণাবলিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে হবে। ইসলামের শিক্ষানুযায়ী চলতে হলে ইসলাম বিষয়ক জ্ঞানার্জন এবং ইসলাম শিক্ষা বিষয়ক অধ্যয়ন করা প্রত্যেক মুসলিমের জন্য একান্ত আবশ্যক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.