এইমাত্র পাওয়া

ব্যবসা অনুষদের প্রশ্ন ফাঁস হয়নি: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্নে কিছু সংখ্যক ত্রুটি ছিলো।

শনিবার এক প্রেস ব্রিফিং এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

বহুনির্বাচনী প্রশ্নে ত্রুটির ফলে যে ঘটনাটি ঘটেছে তা দেখার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে তাদের পক্ষে যাতে সমন্বয় করা যায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এ বিষয়ে তৈরী কমিটি থেকে আজ বা আগামীকালের মধ্যেই একটি পূর্ণ বিবৃতি পাওয়া যাবে বলে আশ্বাস দেন ঢাবি ভিসি।

প্রসঙ্গত, ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরে প্রশ্ন এসেছে, ‘তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?’। একই প্রশ্ন ৩৩ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। সেটের ২৬ নম্বরে ‘মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?’ প্রশ্নটি এসেছে। একই প্রশ্ন ৩৪ নম্বরে পুনরায় ছাপা হয়। এছাড়া আরো কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.