এইমাত্র পাওয়া

বাংলাদেশ তরুণদের হাত ধরেই ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে : উপদেষ্টা আসিফ

ঢাকাঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে। তরুণরা জুলাই অভ্যুত্থানে দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। সেটা সফল করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে হবে তরুণদের। এ ছাড়া দেশ পুনর্গঠনেও তাদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি রক্তক্ষয়ী গণ- ‍অভ্যুত্থানের পরেও জনগণ ধৈর্য সহকারে যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, বড় ধরনের কোনো রক্তপাত হয়নি, আইন ও বিচার ব্যবস্থার প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি। আমরা আশা করি, দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং অংশগ্রহণের মাধ্যমে এই গণ-অভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায়, তা বাস্তবায়নে সবাই সহযোগিতা করবে।

এ সময় এই উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে বলেও মন্তব্য আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে। তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.