এইমাত্র পাওয়া

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি

যশোরঃ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে প্রেসক্লাব যশোরে সামনে এ মানববন্ধন করা হয়।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ঘণ্টাব্যাপি মানববন্ধনে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বিগত সরকারের সময়ে চরম অমানবিক, বৈষম্য, পক্ষপাতিত্ব ও অবহেলার শিকার হয়েছে। বিগত সরকারের ব্যক্তি প্রভাবে অনেক যোগ্য ও পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অপেক্ষাকৃত নিম্মমানের ও নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অথচ ২০ থেকে ২৫ বছরের এমনকি তার চেয়েও বেশি বয়সের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি।

বর্তমান সরকারের কাছে বঞ্চিত ও বৈষম্যের শিকার এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবি জানান তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.