এইমাত্র পাওয়া

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণকালে আ.লীগ নেতা আটক

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণকালে মজনু মিয়া (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে রাজাপুর ইউনিয়নের সমেসপুর বাজার এলাকায় লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সমেসপুর বাজারে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করছে। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, ওই আওয়ামী লীগ নেতার সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে গেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.