এইমাত্র পাওয়া

একুশে বইমেলায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকাঃ অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় একজন নিরাপরাধ লোকের গায়েও আমার সহকর্মীরা আঘাত করবে না। তবে আইন ভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিতর্কিত ও উস্কানিমূলক বই এবার মেলায় আসার সুযোগ নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, মেলায় যাতে বিতর্কিত বই না আসে; সেজন্য বাংলা একাডেমির সমন্বয় সভায় জানানো হয়েছে। এবার নতুন বই প্রকাশের আগে বাংলা একাডেমি সেই বই পুঙ্খানুপুঙ্খানভাবে দেখে তারপর স্টলে দিবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) নজরুল বলেন, আগামী অমর একুশে বইমেলায় কোনো বই প্রকাশের আগে বইয়ের পাণ্ডুলিপি বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কর্তৃপক্ষ সেটি দেখে সিদ্ধান্ত নিবেন বই প্রকাশের অনুমতি দিবেন কী না।

তিনি বলেন, বইমেলা এলাকায় রাত দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় হকার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, মেলায় কোনো জিনিসের দাম অতিরিক্ত নেওয়া হলে পুলিশ ব্যবস্থা নিবেন। এছাড়া মেলা প্রাঙ্গণে কোনো ময়লা আবর্জনা রাখবেন না। পরিস্কার পরিচ্ছন্নের বিষয়ে সবাইকে অনুরোধ করি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার বলেন, টিএসসি এলাকায় এবার সব সময় ট্রাফিক ব্যবস্থা বন্ধ থাকবে। এছাড়া এই এলাকায় রিকশা ও ভ্যান পার্কিং করতে দেওয়া হবে না। এবার গাড়ি পার্কিংয়ের জন্য পাঁচটি নির্ধারিত স্থান করা হয়েছে।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান, মহসিন হলের মাঠ, কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ, ফুলরা রোডের এক লেন ও জিমনেসিয়াম মাঠে দর্শনার্থীরা গাড়ি পার্কিং করতে পারবেন। এছাড়া শাহবাগ ক্রসিং থেকে টিএসসি অভিমুখী গাড়িগুলো মেলায় আগত অতিথিদের বইমেলার টিএসসি প্রবেশ গেটের সামনে নামাবে। পরে গাড়ি রাজু ভাস্কর্য ইউটার্ন বা লেফটার্ন করে বইমেলা সংশ্লিষ্ট পার্কিংয়ে অবস্থান করবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.