গোপালগঞ্জঃ সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত আট শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে হামলার এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ ও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজদানী। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদও আহত হয়েছেন। আহত ইয়াজদানীর হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, ১০ থেকে ১৫ জন হঠাৎ মেসে প্রবেশ করে শিক্ষার্থীদের সমন্বয়ক আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদের পাইপ দিয়ে মারতে শুরু করে। এ সময় তারা তাদেরকে বলেন, `তোরা সমন্বয়ক তোরা আন্দোলন করেছিস`।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন বলেন, “গোপালগঞ্জে বার বার শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। আমরা অতিবিলম্বে এসব হামলার বিচার চাই। যে সকল সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”
গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, “হামলায় জড়িতদের প্রধান ইফতিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সব টিম অন্যদের আটকের চেষ্টা করছে।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.