এইমাত্র পাওয়া

ঘুরতে গিয়ে রাবি ক্যাম্পাসে বহিরাগত কলেজ শিক্ষার্থীর মৃ-ত্যু

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিমুল শিহাব নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিমুল রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, রাত এগারোটার দিকে সহকারী প্রক্টরের একটি দল ক্যাম্পাসে টহল দিচ্ছিল। তখন শিহাব তার এক বান্ধবীকে নিয়ে তৃতীয় বিজ্ঞান ভবনের পিছনে মোটরসাইকলের ওপর গল্প করছিলো। প্রক্টরের গাড়ি দেখে তারা বাইকে করে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে রাত সাড়ে ১১টার দিকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণে সে মারা গেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, ঘটনাটি শুনে আমরা রামেক হাসপাতালে এসেছি। লাশ এখানে আছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.