জয়পুরহাটঃ জয়পুরহাটে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শহরের জিরো পয়েন্ট বিশাল চত্বরে শতশত স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এক পর্যায়ে পুলিশের ও আইনজীবীদের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে তারা সড়কে বসে পড়ে।
এরপর বেলা ১২ টার দিকে শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা সদর থানা ও পাঁচবিবি থানার ওসির রদবদলসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে সেখানেই তারা তাদের নয় দফা দাবি পেশ করেন। পরে সেখান থেকে আদালত প্রাঙ্গণে আইনজীবী ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে তাদের ৯ দফা দাবী পেশ করেন।
তাদের দাবিকৃত ৯ দফা হলো- শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করা কিছু পুলিশের রদবদল করতে হবে, খুন ও নাশকতা মামলায় জড়িত আসামিদের নির্বিচারে মুক্তি দেয়া বন্ধ করতে হবে, নিষিদ্ধ ছাত্রলীগ দ্বারা আহত হওয়ার অভিযোগ দেয়া সত্ত্বেও পুলিশের নিরব ভূমিকা পালন করা বন্ধ করতে হবে, ছাত্রলীগ দ্বারা পরিচালিত কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ দেয়া সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ না করা, ফেসিস্ট সরকারের পতনের দীর্ঘ সময় পার হওয়ার পরেও পুলিশ নিজের অবস্থানে ফিরে না আসা, যে সকল পুলিশের হাতে আমাদের ছাত্র ভাইয়ের রক্ত লেগে আছে তাদেরকে অন্য জায়গায় বদলি করা, আন্দোলনে যে সকল পুলিশ গুলি চালিয়েছিলো তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে আরও পদন্নোতি দেয়া এবং জামিনকৃত আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবিও জানান তারা।
এ সময় তারা সাত দিনের আল্টিমেটাম দেন। এই সাত দিনের মধ্যে যদি তাদের দাবি-দাওয়া না মেনে নেয়া হয় তাহলে তারা আরও বৃহত্তর কর্মসূচিসহ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.