এইমাত্র পাওয়া

থাইল্যান্ডে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষার সুযোগ, প্রতিমাসে মিলবে ৪৩৭ ইউরো

ঢাকাঃ উচ্চশিক্ষার জন্য বর্তমানে অনেক শিক্ষার্থী দেশের বাইরে যাচ্ছে। সময়ের সঙ্গে বাড়ছে সে সংখ্যা। অনেক শিক্ষার্থীরা এখন থাইল্যান্ডে যাচ্ছেন উচ্চশিক্ষার নিতে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দিচ্ছে বিভিন্ন বৃত্তি। এরই মধ্যে থাইল্যান্ডে ডাড টিজিজিএস বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ডাড টিজিজিএস বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির সিরিন্দহর্ন ইন্টারন্যাশনাল থাই-জার্মান গ্র্যাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: ২০২৪ সালের আগস্টে ডাড ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০২৫ অনুমোদন করা হয়। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি দেয়া হবে। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় বহনের জন্য প্রতি মাসে ৪৩৭ ইউরো (৫৫ হাজার ৩৩৭ টাকা) দেয়া হবে।

প্রয়োজনীয় তথ্য: ডাড টিজিজিএস বৃত্তির আবেদনের জন্য প্রয়োজন সম্পূর্ণ আবেদনপত্র, সুপারিশের দুটি চিঠি, মোটিভেশন লেটার, জীবনবৃত্তান্ত, চূড়ান্ত প্রতিলিপির একটি অফিশিয়াল কপি, ইংরেজিতে দক্ষতা পরীক্ষার ফলাফলের অফিশিয়াল কপি, আর্থিক বিবৃতি বা ব্যাংক থেকে আর্থিক সনদ ইত্যাদি।

আবেদনের যোগ্যতা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। টিজিজিএসে প্রার্থীদের মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে থাইল্যান্ডের ডাড টিজিজিএস বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.