এইমাত্র পাওয়া

নীলফামারীতে প্রধান শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি ও শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে বিদ্যালয়ের পুরো দেয়াল জুড়ে রং তুলির আঁচড়ে পাঠ্য বইয়ের বিভিন্ন বর্ণ ও প্রাকৃতিক দৃশ্য অঙ্কিত করে সাজিয়েছেন পশ্চিম পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোবাদ আলী। ব্যতিক্রমী উদ্যোগের ফলে আনন্দের সাথে বিদ্যালয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা।

শুধু তাই নয়, ঝরেপরা শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করতে ভর্তি ক্যাম্পেইন সহ নানা আয়োজন করেন তিনি। প্রধান শিক্ষকের এ ব্যতিক্রমী উদ্যোগের খবর পেয়ে বিদ্যালয়টিতে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম পরিদর্শণ শেষে প্রধান শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানান জেলা প্রশাসক।

পশ্চিম পঞ্চপুকুর জামতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ জানিয়েছেন শুধু মাত্র বেতনের জন্যই নয়, নিজেদের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে কোমলমতি শিশুদের মেধা বিকাশে নিরলস ভাবে কাজ করছেন তাঁরা। প্রত্যন্ত এলাকায় এ বিদ্যালয়টি স্থাপিত হলেও, এটি একটি মডেল স্কুলে পরিনত করার প্রয়াস তাঁদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোবাদ আলী জানান, “জেলা শহরের প্রত্যন্ত অঞ্চলে পশ্চিম পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে আমি গত সাত বছর ধরে এ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ কর্মরত আছি। প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক সভাপতিসহ অন্যান্যরা আন্তরিক। তাই প্রত্যন্ত অঞ্চল হলেও, অন্যান্য শিক্ষকগণসহ সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এটি একটি মডেল স্কুলে পরিনত করার মানসিকতা নিয়েই এখানে কাজ করছি”।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কুমারেশ চন্দ্র গাছি বলেন, “জেলার প্রায় ১হাজারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। তবে, কোমলমনি শিক্ষার্থীদের মেধার বিকাশ আর ঝরেপরা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে পশ্চিম পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যা নিত্যান্তই প্রশংসনীয়” আগামীতে জেলার প্রতিটি বিদ্যালয় এরকম ব্যতিক্রমী আয়োজন যেন করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নীলফামারী জেলা প্রশাসক, মোহাম্মদ নায়িরুজ্জামান, বলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. কোবাদ আলী শিশুদের মেধা বিকাশ আর ঝরেপরা শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।আমি তাঁকে অভিনন্দন জানাই”।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.