এইমাত্র পাওয়া

এক শিক্ষার্থীর পরীক্ষা না দিয়ে উত্তীর্ণের খবর তদন্তে কমিটি গঠন

আবুল হোসেন বাবলুঃ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হয়েছেন মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অভিযোগ তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার  সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠন করেন।

তদন্ত কমিটিতে রয়েছেন,আহবায়ক: মোঃ তানজিউল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, মোঃ হান্নান মিয়া, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সদস্য সচিব।

কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.