লক্ষ্মীপুরঃ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ভোগান্তিতে ফেলে পরিবহন চালক ও সাধারণ জনগণকে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তারা শিক্ষার্থীদের অবৈধ যানবাহন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ২১ দিনে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর কারণ অবৈধভাবে চলাচলকারী যানবাহন। এসব যানবাহনের দ্রুত নিষিদ্ধকরণের দাবি জানিয়ে তারা সতর্ক করেন যে, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, অবৈধ যানবাহন বন্ধে মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও অনেক ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না। তিনি দ্রুত এসব যানবাহন বন্ধে প্রশাসনের উদ্যোগের আশ্বাস দেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.